বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আইনমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় 

আইনমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া। গত শনিবার রাতে আইনমন্ত্রীর ঢাকার বনানীর নিজ বাসায় এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনমন্ত্রীকে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া জেলার সার্বিক উন্নয়নে আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগিতা কামনা করেন। 

এসময় আইনমন্ত্রী আনিসুল হক জেলা পরিষদ চেয়ারম্যানকে জেলার মাদক নির্মূলে জেলা প্রশাসন ও বিভিন্ন ফোরামে বিশেষ ভুমিকা রাখার কথা বলেন এবং তার নির্বাচনি এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আইনমন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যানকে জেলার উন্নয়নে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার কথা বলেন।

টিএইচ